ডিবির হাজতখানায় মেঝেতে রাত কাটান আনিসুল ও সালমান, খেয়েছেন যা



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার হয়েছেন। পরে তাদের ডিবি হেফাজতে নেয়া হয়।


রাতভর ডিবি অফিসের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। সেখানে ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেওয়া হয় তাদের। 

এদিকে বুধবার দুপুরে আদালতে তোলা হবে বলে জানা গেছে। সাতদিনের রিমান্ড চাইবে পুলিশ। 


এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের ডিবি অফিসে নেয়া হয়। 

ভিআইপি আসামির ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ। কখনো কখনো পরিবার থেকে পাঠানো খাবার খেতে দেওয়া হয়। বিছানায় ঘুমাতে দেওয়া হয়। কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে সেসব কিছুই হয়নি। অন্য আসামিদের মতো হাজতের মেঝেতে ঘুমাতে হয় এবং সাধারণ খাবার খান। 


এদিকে হেভিওয়েট আসামি গ্রেফতারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মধ্যে ছিল রুদ্ধশ্বাস অবস্থা। আসামিকে কখন কোথায় আনা হচ্ছে, কী করা হচ্ছে অধিকাংশ কর্মকর্তা জানতে পারেনি। হাতেগোনা দুএকজন কর্মকর্তা মামলা ও আইনি প্রক্রিয়া দেখভাল করছেন। 


ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনারসহ দুএকজন কর্মকর্তা ডিবি অফিসে আসেন। তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ হয়নি। দুপুরে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হবে।