জন্মের পরদিন হারানো ছেলেকে ৩৭ বছর পর খুঁজে পেলেন বাবা-মা



দীর্ঘ ৩৭ বছর পর হারানো সন্তানকে ফিরে পেয়েছেন চীনের এক বাবা-মা। ১৯৮৬ সালে এই সন্তানকে জন্ম দেন তার মা। জন্মের মাত্র একদিন পরই তার দাদি তাকে অন্য একজনকে দিয়ে দেন। কারণ ওই বাবা-মায়ের আরো দুটি সন্তান ছিল। তার দাদির ধারণা ছিল— যেহেতু তারা গরীব; তাই সদ্যই জন্ম নেয়া শিশুটিকে লালন-পালন করতে তাদের হিমশিম খেতে হবে।


তবে শিশুটির বাবা-মা এমনভাবে সন্তানকে দিয়ে দেওয়ার বিষয়টি মানতে পারেননি। এমনকি তাদের না জানিয়েই শিশুটিকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন তিনি।


সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, তার বাবা-মা হাল ছাড়েনি। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সন্তানকে খুঁজে বেরিয়েছেন তারা। গিয়েছেন এখানে সেখানে। গত ফেব্রুয়ারিতে তাদের রক্তের নমুনা চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ডিএনএ ডাটাবেসে থাকা এক ব্যক্তির সঙ্গে মিলে যায়। প্যাং নামের ওই যুবকটি তখন শ্যানডং প্রদেশের জাওঝুয়াংয়ে বসবাস করছিলেন।


চীনা পুলিশ কর্তৃপক্ষ সন্তান হারানো বাবা-মা এবং বাবা-মায়ের খোঁজ জানতে চাওয়া এতিম ব্যক্তিদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহের মাধ্যমে ২০০৯ সালে ওই ডিএনএ ডাটাবেস তৈরি করেছিল।


পুলিশ জানায়, তথ্যভান্ডারে থাকা ডিএনএ পরীক্ষার ফল মিলে যাওয়ার পর পুরোপুরি নিশ্চিত হতে দ্বিতীয়বার ওই দম্পতি ও তাদের ছেলের ডিএনএ পরীক্ষা করা হয়। দ্বিতীয়বারও পরীক্ষার ফল মিলে যায়। ৩ আগস্ট পাং পুলিশের সহায়তা নিয়ে উইনানে যান এবং তার প্রকৃত মা-বাবার সঙ্গে দেখা করেন।


ছেলেকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে সিক্ত চোখে লি দম্পতি ছেলের কাছে দুঃখ প্রকাশ করেন। ওই মুহূর্তের ভিডিও চীনজুড়ে অনলাইনে ছড়িয়ে পড়ে। আসে নানা রকম মন্তব্য। অনলাইনে কেউ কেউ নিজের নাতিকে অন্য কারও কাছে দিয়ে দেওয়ার জন্য দাদিকে নিষ্ঠুর বলে বর্ণনা করেন।