কোন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ কোন ধরণের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর সদর ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
ইশরাক বলেন, ‘স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর বিদেশে পালিয়ে থাকা তার দুর্নীতিবাজ ছেলে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। আর দেশে থাকা স্বৈরাচারের দোসররা তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। তবে, আমরা তাদের শক্ত হাতে রুখে দিবো।’
তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোন চাদাবাজদের ঠাই হবে না। ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা-বানিজ্য চালিয়ে যাবেন। কোন দলীয় পরিচয়ে যদি কেউ এসে আপনাদের কাছে চাদা দাবি করে তাহলে আপনারা সবাই মিলে তা রুখে দিবেন।
পরে স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে সদর ঘাট এলাকা প্রদক্ষিণ করেন বিএনপির এ নেতা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, গত ১৫ বছরে হওয়া সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এবং শাস্তি নিশ্চিত করা হবে।
এ সময়, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি সুমন ভূইয়াসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।