পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তল্লাশি চালিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হল প্রশাসনের উপস্থিতিতে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, লোহার হাতুড়ি, বিদেশি মদের বোতল, ফেনসিডিলের বোতল, গাঁজা খাওয়ার সরঞ্জাম, কনডম, বাঁশের লাঠি, কাঠের লাঠি ও বেতের লাঠি উদ্ধার করা হয়।
তল্লাশির সময় উপস্থিত থাকা শিক্ষার্থীরা জানান, ছেলেদের হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে দেশীয় অস্ত্র, মাদক আছে এটা অনেক আগে থাকেই শিক্ষার্থীরা জানতেন। কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারেননি। বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীরা এগুলো ব্যবহার করতেন। এসব অস্ত্র এবং মাদক উদ্ধারের জন্য হল প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একজন ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, প্রভোস্ট, হলের কর্মকর্তা ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা হলে তল্লাশি চালায়। উদ্ধারকৃত সরঞ্জাম প্রক্টরের কাছে জমা দেয়ার জন্য হল কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে।'
এ বিষয়ে জানতে চাইলে হল বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আজকে অনুমতি নিয়ে বিভিন্ন রুমে তল্লাশি চালান। সেখান থেকে তারা অনেক দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার করে আমাদের কাছে জমা দেন। আমরা এগুলো প্রক্টর অফিসে জমা দিব।