পুলিশকে ফুল দিয়ে বরণ করল জবি শিক্ষার্থীরা



সূত্রাপুর থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পুরাণ ঢাকার রায়সাহেব বাজার মোড়ে পুলিশকে এ সংবর্ধনা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। একই দিনে সূত্রাপুর থানায় কর্মরত পুলিশ ও আনসার সদস্যদের  ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। 


শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রিয়াজুর ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ আজ থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজে পুনরায় নিয়োজিত হয়ছেন সেজন্য সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আজকে কর্মস্থলে যোগদান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ তাদেরকে সাধুবাদ জানিয়েছে এবং আমরা আশাকরি বাংলাদেশ পুলিশ তাদের আগের চরিত্রকে ভুলে গিয়ে নতুনভাবে নতুন বাংলাদেশে সাধারণ জনগণের বন্ধু হয়ে জনগণের জানমাল রক্ষায় কাজ করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং মানুষের অধিকার রক্ষার্থে তাদের সর্বোচ্চ ত্যাগ-তিতিক্ষা নৈতিকতার পরিচয় দিয়ে সুন্দর আদর্শিক সার্বভৌম,  উন্নত বাংলাদেশ গড়তে সহায়তা করবেন। আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থী সাধারণ জনগণকে আহবান জানাবো পুলিশের এসব শান্তি শৃঙ্খলা বজায় রাখার সুমহান কার্যক্রমে সহায়তা করেন। 


এই প্রসঙ্গে সূত্রাপুর থানার ওসি বলেন,  বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। পুলিশ জনগণের জান,মাল,রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে। বিশেষ কারণে পুলিশ গত কয়েকদিন মাঠে থাকতে পারেনি। আজ হতে জনগনের সহায়তায় নিয়মিত আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত হয়েছে। 


এর আগে দেশে ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন হলে গত ৫ আগস্ট থেকে নিরাপত্তাজনিত কারণে মাঠে নেই প্রশাসন। যার ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যায়। দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে কর্মবিরতিতে থাকার পর অবশেষে আজ কর্মস্থলে যোগদান করলো সূত্রাপুর থানা পুলিশ। পুরান ঢাকা সহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদী সাধারণ শিক্ষার্থীবৃন্দ।