সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ২৮ থেকে ৪২তম বিসিএস পর্যন্ত ২৫৯ জন প্রার্থীকে ভূতাপেক্ষিকভাবে ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকার। এ তালিকায় রয়েছে ১৩ বছর আগে পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া ইব্রাহিম সাবিতের নাম।
বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়ার পর বুধবার সাবিত তার ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
স্ট্যাটাসে সাবিত জানিয়েছেন, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠানে কর্মরত। এ কারণে বিসিএস ক্যাডার হিসেবে যোগদান করতে পারবেন না।
মেধা বিবেচনায় না নিয়ে শুধুমাত্র রাজনৈতিক কারণে পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার কারণে দীর্ঘদিন নিজের ভেতরে ক্ষোভ জমিয়ে রেখেছিলেন ইব্রাহিম সাবিত। তার ফেসবুক স্ট্যাটাসে সেই ক্ষোভই ফুটে উঠেছে।
২৯তম বিসিএসে তথ্য ক্যাডারে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইব্রাহিম সাবিত।