পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৯৫ জন।
ধবার (১৪ আগস্ট) হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন নিউজ।
দক্ষিণ এশীয় দেশটিতে স্বাধীনতা দিবস এবং নববর্ষের প্রাক্কালে শূন্যে গুলি চালানো একটি নিয়মিত ঘটনা। এতে প্রায়শই বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। যদিও অতীতে এ ধরনের উদযাপন নিষিদ্ধ করেছিল পাকিস্তানি সরকার।
পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ এক বিবৃতিতে বলেন, ফাঁকা গুলিতে আহত অন্তত ৯৫ জন করাচির তিনটি বড় হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে জিন্নাহ মেডিক্যাল সেন্টারে ৩৩ জন পুরুষ ও ছয়জন নারীকে ভর্তি করানো হয়েছে, যাদের বয়স পাঁচ থেকে ৭৪ বছর।
আব্বাসী শহীদ হাসপাতালে ২৫ জন পুরুষ ও ৯ জন নারী আহত অবস্থায় ভর্তি হয়, যাদের বয়স ছয় থেকে ৬৫ বছরের মধ্যে।
এছাড়া শহীদ মোহতারমা বেনজির ভুট্টো (এসএমবিবি) ট্রমা সেন্টারে চিকিৎসা নিচ্ছে আহত ২২ জন। তাদের বয়স ছয় থেকে ৫৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া এক শিশু নিহত হয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডনের তথ্য মতে, এর আগে ছিপা রেসকিউ সার্ভিসের ইনফরমেশন ব্যুরো আহতদের বয়স ও ঘটনাস্থলসহ একটি তালিকা প্রকাশ করে। সেখানে আহত ৭৫ জনের তথ্য উল্লেখ আছে। এদের মধ্যে কমপক্ষে ১৮ জন নাবালক ও ১২ জন নারী রয়েছে।
তাদের মধ্যে একজন তিন বছর বয়সী, দুজন চার বছর বয়সী এবং একজন ৮২ বছর বয়সী নারীও অন্তর্ভুক্ত রয়েছে।কোরাঙ্গি, লান্ধি, লিয়ারি, নাজিমাবাদ, গুলশান-ই-ইকবাল, লিয়াকতাবাদ, সোহরাব গঠ, গোলিমারসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।