বর্তমানে ডিজিটাল যুগে বিদ্যুতের চাহিদার কোন কমতি নেই। বাংলাদেশে এখন প্রত্যেক ঘরে ঘরে গ্রামে কিংবা অঞ্চলে রয়েছে বিদ্যুৎ। বাংলাদেশের বেশ কয়েকটি খাত রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুতের। বিদ্যুতের চাহিদা আগের তুলনায় অত্যাধিক বাড়ার কারণে, সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। সাধারণত ইউনিট হিসেবে বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ১ ইউনিট বিদ্যুতের দাম কত।
আবাসিক,ক্ষুদ্র শিল্প,নির্মাণ শিল্প,রাস্তার বাতি বাণিজ্যিক অফিস ইত্যাদি, প্রত্যেক ক্ষেত্রেই আলাদাভাবে বিদ্যুতের ইউনিট এবং দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। বিদ্যুতের বিল সাধারণত বর্তমান মিটার রেটিং প্রতি ইউনিট বিদ্যুতের হার, এবং অন্যান্য চার্জ যেমন ট্যাক্স, বিলম্বে পেমেন্ট ফি ইত্যাদির মতো তথ্য অন্তর্ভুক্ত থাকে। আপনারা অনেকেই ১ ইউনিট বিদ্যুতের দাম কত তা জন্য জানার জন্য অনলাইনে খুঁজে থাকেন। তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ।
খুচরা বিদ্যুৎ মূল্যহার ২০২৪
সাধারণত বলা হয়ে থাকে যারা খরচ করে বা লাইক-লাইন ০-৫০ ইউনিট বিদ্যুৎ খরচ করে তাদেরকে খুচরা বিদ্যুৎ মূল্য হার বলা হয়ে থাকে। যারা সাধারণত ছোট ধরনের কোন বাসা কিংবা সিঙ্গেল পরিবার নিয়ে বিদ্যুৎ খরচ করা হয়, তাকে খুচরা বিদ্যুৎ মূল্য হার বলা হয়। তাদের ক্ষেত্রে প্রতি ইউনিটের বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে, ৩ টাকা ৭৫ পয়সা।
লাইফ লাইন ০-৫০ ইউনিট পর্যন্ত ৪.৬৩/কি.ও.ঘ. রেট হিসেবে বিদ্যুতের দাম গুণতে হবে।
লাইফ লাইন ০-৭৫ ইউনিট পর্যন্ত ৫.২৬ টাকা/কি.ও.ঘ. রেট হিসেবে বিদ্যুতের দাম গুণতে হবে।
লাইফ লাইন ৭৬-২০০ ইউনিট পর্যন্ত ৭.২০ টাকা/কি.ও.ঘ. রেট হিসেবে বিদ্যুতের দাম গুণতে হবে।
লাইফ লাইন ২০১-৩০০ ইউনিট পর্যন্ত ৭.৫৯ টাকা/কি.ও.ঘ. রেট হিসেবে বিদ্যুতের দাম গুণতে হবে।
লাইফ লাইন ৩০১-৪০০ ইউনিট পর্যন্ত ৮.০২ টাকা/কি.ও.ঘ. রেট হিসেবে বিদ্যুতের দাম গুণতে হবে।
লাইফ লাইন ৪০১-৬০০ ইউনিট পর্যন্ত ১২.৬৭ টাকা/কি.ও.ঘ. রেট হিসেবে বিদ্যুতের দাম গুণতে হবে।
লাইফ লাইন ৬০০ তদুর্ধ ইউনিট পর্যন্ত ১৪.৬১ টাকা/কি.ও.ঘ. রেট হিসেবে বিদ্যুতের দাম গুণতে হবে।
১ ইউনিট বিদ্যুতের দাম কত
আপনারা ইতিমধ্যেই হয়তো অবগত আছেন যে, বর্তমানে প্রেক্ষাপটে বিদ্যুতের কতটা সংকট হয়েছে বাংলাদেশে। যে পরিমাণ বিদ্যুতের চাহিদা সে অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এবং আরো হয়তো অবগত আছেন যে বাংলাদেশের প্রতি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ওঠানামা করছে। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, এক ইউনিট বিদ্যুতের দাম কত হয়ে থাকে। সাধারণত এটি না জানার কারণে অনেকের হতে পারে যে প্রতি ইউনিট আমরা বিদ্যুতের দাম কত দিচ্ছি।
যদি এই বিষয়টি সবার জানা থাকে তাহলে আপনার নিজের মিটার চেক করে আপনি নিজেই বিদ্যুতের বিল কত আসে তা সহজে বুঝতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ১ ইউনিট বিদ্যুতের দাম মূলত কত টাকা হয়ে থাকে। যদিও বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয় আলাদা আলাদা জায়গা ভিত্তি করে। তাই সব কিছু বিস্তারিত জানার জন্য আমাদের এই প্রতিবেদনটি সম্পন্ন পড়ে সঠিক তথ্যটি জেনে নিন।
প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত
বিভিন্ন শ্রেণীর গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বিভিন্ন রকমের হয়। সাধারণত আমাদের দেশে জ্বালানির মূল্য এবং চালনা ও রক্ষণাবেক্ষণ খরচের মূল্য বাড়ার কারণে বিদ্যুতের ঘাটতির কারণে প্রতিনিয়তই প্রতি ইউনিটের দাম বেড়েই চলেছে। সর্বশেষ ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বিদ্যুতের প্রতি ইউনিট মূল্য বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের ইউনিট গ্রাহকের জন্য ভিন্ন ভিন্ন হবে। গ্রাহকের ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬৩ পয়সা করা হয়েছে, এটা শুধু আবাসিক গ্রাহকের মধ্যে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকের জন্য প্রযোজ্য।
পল্লী বিদ্যুতের ইউনিট কত টাকা
পল্লী বিদ্যুৎ সমিতি সাধারণত একটি সেবামূলক প্রতিষ্ঠান। পল্লী বিদ্যুৎ সমিতি একটি সমাজকর্মী সংগঠন সামাজিক সম্প্রদায় যার উদ্দেশ্য, গ্রামীণ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ করা বা বিদ্যুৎ সেবা প্রদান করা। বর্তমান এই প্রেক্ষাপটে, আধুনিকতার ছোঁয়া পেয়ে বাংলাদেশে এখন ৯৯.৮% মানুষ বিদ্যুতের আওতায় চলে এসেছে।
সাধারণ গ্রাহকের বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ টাকা ৪০ পয়সা থেকে, ৪ টাকা ৬২ পয়সা হয়ে থাকে। আবার কিছু কিছু বিদ্যুৎ ব্যবহারকারীর ইউনিট মূল্য ৬ টাকা থেকে ৭ টাকা। তবে সব মিলিয়ে সকল বাসা বাড়িতে এর প্রতি বিদ্যুৎ ইউনিটের মূল্য হবে ৭ টাকা ৪৮ পয়সা।
বাসা বাড়ির বিদ্যুৎ ইউনিট কত
উপরের অংশ থেকে হয়তো আপনারা ইতিমধ্যে বিদ্যুতের ইউনিট প্রতি দাম সম্পর্কে অবগত হয়েছেন। বাসা বাড়িতে যারা সাধারণত ০ থেকে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে থাকেন, তাদের ক্ষেত্রে প্রতি ইউনিটের বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে, ৪.৬৩ টাকা। এবং যারা ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে থাকেন, তাদের জন্য ৫.২৬ টাকা পর্যন্ত বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে। এবং তার দ্বিতীয় ধাপে ৭.২০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বর্তমানে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ হচ্ছে ৬ টাকা ২০ পয়সা, যা এখন বিক্রি হচ্ছে গড়ে ৪ টাকা ৮২ পয়সা করে।
বাংলাদেশে বিদ্যুৎ বিল কত ২০২৪
বাংলাদেশে এখন বিদ্যুৎ সংকটের ভয়াবহতা রয়েছে। দেশে প্রায় ৯৯.৮% মানুষ বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। এখন এমন কোন জায়গা নেই যেখানে বিদ্যুতের ছোঁয়া পায়নি। দেশ দেশান্তরে গ্রাম গ্রামাঞ্চলে, এবং অঞ্চল ভিত্তিতে, অঝপাড়া গায়েও এখন বিদ্যুতের বাতি দেখা যায়। যে পর্যায়ে বিদ্যুৎ খরচ করা হচ্ছে তদ্রুপ যে পরিমাণ উৎপাদন করা সম্ভব হচ্ছে না বিদায়, বাংলাদেশের বিদ্যুৎ ইউনিট প্রতি পুনরায় মূল্য বৃদ্ধি করা হয়েছে। এখন প্রায় প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে ৬ টাকা ২০ পয়সা খরচ হয়ে থাকে, কিন্তু এখন বাংলাদেশের বিদ্যুৎ বিল ২০২৪ তা বিক্রি করা হচ্ছে ৪ টাকা ৮২ পয়সা।
বিদ্যুৎ বিলের নতুন মূল্য কত
প্রজ্ঞাপন জারিতে বলা হয়েছে, আবাসিক গ্রাহকদের মধ্যে ইউনিট পর্যন্ত ব্যবহারকারী বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৩ টাকা ৯৪ পয়সা থেকে, বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা পর্যন্ত করা হয়েছে। এবং ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী ৬০ টাকা ৪০ পয়সা থেকে ৬০ টাকা ৬২ পয়সা পর্যন্ত করা হয়েছে। ৭৩ থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ৬ টাকা ১৪ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৪০ পয়সা পর্যন্ত করা হয়েছে।
এবংকি যারা আবাসিকভাবে বিদ্যুৎ ব্যবহার করে থাকে ৩০০ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে থাকে অন্য ৬ টাকা ৬০ পয়সা থেকো বেড়ে ৬ টাকা ৯৯ পয়সা পর্যন্ত করা হয়েছে। এবং যারা ৪০০-৬০০ ইউনিটের জন্য টাকা ১০ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৯৬ পয়সা পর্যন্ত করা হয়েছে। যারা ৬০০ ইউনিটের উপরে বিদ্যুৎ ব্যবহার করে থাকে তাদের বিল ১২ টাকা ০৪ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ২০ পয়সা পর্যন্ত করা হয়েছে।
আবাসিক বিদ্যুৎ বিল ইউনিট কত
ইতিমধ্যে আপনারা জেনেছেন বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন ভিত্তিতে বিদ্যুতের ইউনিটের দাম কত। এখন আপনাদেরকে জানাবো আবাসিক বিদ্যুৎ বিল প্রতি ইউনিট কত। যারা সাধারণত স্থায়ীভাবে বসবাস করে এবং ২০০ -৩০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে থাকে, তাদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য হবে ৫ টাকা ৭০ পয়সা, এবং ৩০০ থেকে ৪০০ ইউনিট বিল আসবে প্রতি ইউনিট ৬ টাকা ২০ পয়সা।
যারা আবাসিক ভাবে আরো বেশি ইউনিট বিদ্যুৎ খরচ করে থাকে ৪০০ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত তাদের বিলের হার হবে ৯ টাকা ৩০ পয়সা। এর বেশি হলে ইউনিট প্রতি বিল হবে ১০ টাকা ৭০ পয়সা। অর্থাৎ বিদ্যুতের ব্যবহার সীমিত রাখলে বিল ও কম আসবে।
বাণিজ্যিক বিদ্যুৎ ইউনিটের দাম
সাধারণত বাণিজ্যিক বিদ্যুৎ ইউনিট বলতে বুঝায় যে,বড় বড় অফিস আদালত কিংবা ফ্যাক্টরির ক্ষেত্রে যে সকল বিদ্যুৎ ব্যবহার করা হয় তাহাকে বাণিজ্যিক বিদ্যুৎ বলা হয়। বাণিজ্যিক ও অফিসের ক্ষেত্রে প্রতি ইউনিট ১০ টাকা ৩০ পয়সা, এছাড়া অস্থায়ী ভিত্তিতে বিদ্যুৎ ব্যবহার করলে প্রতি ইউনিট ১৬ টাকা করে প্রদান করতে হয়।
আবার বাড়লো বিদ্যুৎ এর দাম
এক মাসের ব্যবধানে আবারো বাড়লো বিদ্যুতের দাম। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ছে। এই প্রজ্ঞাপন জারি মার্চ মাস থেকেই কার্যকর করা হবে। এর আগে বিইআরসি গত বছরের ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম বাড়ায়। ইউনিট প্রতি তখন ৫.১৭ টাকা থেকে, গড়ে ১৯.৯২ শতাংশ বাড়িয়ে ৬.২০ টাকা দাম নির্ধারণ করে।
সূত্র: janadorkar