তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরখাস্ত, মেয়রের সহকারীর পদত্যাগ



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই দিন চসিক মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেব পদত্যাগ করেছেন।


বুধবার (১৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।


তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নেতাদের অভিযোগ- ৩ আগস্ট থেকে ৫ আগস্ট ঝুলন কুমার দাশের নির্দেশনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে সড়কবাতি নেভানো ছিল, যার ফলে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্ররা নিরাপত্তাহীনতার শিকার হন। এছাড়া ঝুলন কুমার দাশের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির সংবাদ উপস্থাপন করেন তারা। বিকেল ৩টা থেকে এক ঘণ্টার মধ্যে ঝুলন কুমার দাশকে চাকরি থেকে বরখাস্ত করা না হলে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেন।


এছাড়া চসিক মেয়রের ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেব আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগকে টাকা ও অস্ত্র দিয়েছেন বলে অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নেতাদের। এজন্য আওরঙ্গজেবকে চাকরিচ্যুত করার দাবি জানান তারা।


তাদের দাবি মেনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত এবং হোসেন আওরঙ্গজেবের মঙ্গলবারের দেওয়া চাকরি থেকে অব্যাহতির আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত হয়।