হারুনের গাড়ির খোঁজে সেনাবাহিনীর অভিযান



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের গাড়ি রাখা আছে- এমন তথ্যে রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ অভিযান চালায় তারা।


লেকসিটিতে প্রায় দুই ঘণ্টার অভিযানের পর ‘বর্ণালী’ নামের একটি বাড়ির গ্যারেজে সাদা রঙের একটি মাইক্রোবাসের সন্ধান পায় সেনাবাহিনী। পরে গাড়িটি নিয়ে চলে যান সেনা সদস্যরা। তবে গাড়িটির মালিক হারুন কি না, তা জানা যায়নি।


‘বর্ণালী’ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা মোশারফ হোসেন বলেন, ‘কেউ খবর দিয়েছে এখানে ডিবি হারুনের গাড়ি রাখা আছে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে একটি সাদা মাইক্রোবাস পান। পরে তাদের লোকজনই গাড়িটি চালিয়ে নিয়ে চলে যান।’


অভিযানে গাড়ি জব্দ ও কাউকে আটকের বিষয়ে সেনাবাহিনীর তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি।


গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের আটক হওয়ার গুঞ্জন ওঠে। পরে নিজেই তা নাকচ করেন। তবে এরপর থেকে কোনো খোঁজ নেই হারুনের তিনি ডিএমপির ডিবিতে দায়িত্বে থাকাকালে অনেক কর্মকাণ্ডের জন্য সমালোচিত ছিলেন।


এদিকে, সরকার পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সরকারের প্রভাবশালী সাবেক মন্ত্রীদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়েছে। আসামির তালিকায় হারুনের নামও রয়েছে।