মাছ লুট করতে গিয়ে সেনাবাহিনী আসার খবরে ১১ মোটরসাইকেল রেখে পালালো দুর্বৃত্তরা



নাটোরের নলডাঙ্গায় একটি পুকুরে মাছ লুট করতে গিয়ে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ১১টি মোটরসাইকেল ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পচারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।  


নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, দুপুরে ২০ থেকে ২২জনের একটি দল পচারমোড় এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা চালায়। এসময় এলাকাবাসীরা সেনাবাহিনীর টহলদলকে বিষয়টি জানালে দ্রুত সেনাবাহিনী সেখানে উপস্থিত হলে সশস্ত্র দলটি ১১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। 


এ সময় সন্ত্রাসীদের রেখে যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া মোটরসাইকেল মালিকদের চিহ্নিত করতে কাজ করছে সেনাবাহিনী।


এ বিষয়ে নলডাঙ্গা উপজেলার সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন নাঈম জানান, গতকাল ওই এলাকায় রতন নামের এক ব্যক্তি দলবল নিয়ে স্থানীয় এক পুকুরে জোর করে মাছ লুট করতে এলে এলাকাবাসী বাঁধা দেয়। এ সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে পিস্তল তাক করে তারা উদ্দেশ্যহীনভাবে এক রাউন্ড গুলিও করে বলে শুনেছি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 


স্থানীয়রা এ খবর আমাদেরকে জানালে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা যেতেই যেতেই তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১টি মোটরসাইকেল জব্দ করে নিয়ে আসা হয়। সেখানে স্থানীয়রা দুইজনকে আটকে রেখেছিল পরে তাদের ছেড়ে দেয়া হয়।