টুকু-পলক-সৈকত পল্টন থানায় গ্রেপ্তার

 


১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানায় রুজুকৃত মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, আজ রাতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।