পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটেও ভালো করতে চান তাসকিন আহমেদ। দলের সবাই একসঙ্গে গেলেও সাকিব সরাসরি যোগ দেবেন পাকিস্তানে।
বদলে যাওয়া দেশে টাইগারদের প্রথম বিদেশ সফর। বিমানবন্দরে অন্য সময়ের মতই ক্রিকেটারদের ঘিরে দর্শক আগ্রহ। নিরাপত্তাকর্মীদের তৎপরতা। পাকিস্তানের উদ্দেশে সবার আগে এয়ারপোর্টে আসেন খালেদ আহমেদ।
এরপর একে একে প্রবেশ করেন নাহিদ রানা, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন জানান, সবসময় টেস্ট খেলার ইচ্ছা ছিল তার।
এ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচে নিজেকে প্রস্তুত করে জাতীয় দলের হয়ে খেলবেন দ্বিতীয় টেস্ট। টাইগার পেসার তাসকিন আহমেদ বলেন, কাঁধের সমস্যার জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে করে আমার কাঁধ ও শরীর ভালো থাকে।
গোটা বাংলাদেশে যখন পরিবর্তনের ডাক, বাংলাদেশ ক্রিকেট কেন এর বাইরে থাকবে। তাসকিনরা দিলেন প্রতিশ্রুতি, এবার পারফরম্যান্সেও আসবে পরিবর্তন।
তাসকিন বলেন, অবশ্যই আমি এক্সাইটেড অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। এই মুহূর্তে সবকিছু পরিবর্তন হতে যাচ্ছে আমাদের, আমাদের ইচ্ছা পারফরম্যান্সও যাতে ভালো হয় এবং দেশের সবাইকে খুশি করতে পারি।
গণমাধ্যম এড়িয়ে গেছেন অধিনায়ক নাজমুল শান্ত, লিটন দাস ও কোচিং স্টাফ। বাকি ক্রিকেটাররা এ দলের হয়ে আগে থেকেই পাকিস্তানে আছেন।
প্রসঙ্গত, ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের পর বাংলাদেশ-পাকিস্তান দুই দলকেই রাওয়ালপিন্ডি ছাড়তে হবে। করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।
এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ।