দীর্ঘদিন ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধের পর হেরে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহিদ উল আরেফিন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকালে এই শিক্ষক মৃত্যুবরণ করেন এই শিক্ষক মৃত্যুবরণ করেছেন।
তার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ। তিনি বলেন, ক্যানসারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। আজ খবর পেয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে ক্যানসারের চিকিৎসারত ছিলেন এ শিক্ষক। এদিকে মৃত্যুর ঘটনা জানাজানি হলে বিভাগে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে।