যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। যার প্রমাণ তার নির্বাচনী সমাবেশে ব্যাপক জনসমাগম। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই জনসমাগমকে ভুয়া বলে দাবি করেছেন। ট্রাম্পের অভিযোগ, কমলা হ্যারিসের সমাবেশে দেখা যাওয়া জনতা আসলে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোববার (১১ আগস্ট) এই অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প লেখেন, কেউ কি লক্ষ করেছেন, কমলা বিমানবন্দরে প্রতারণা করেছেন? বিমানে কেউ ছিল না। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে তথাকথিত অনুসারীদের একটি বিশাল ভিড় দেখিয়েছিলেন। অথচ তারা কেউ সেখানে ছিলেন না।
রেফারেন্স হিসেবে ট্রাম্প ৭ আগস্ট মিশিগানের একটি টারমাকে জড়ো হওয়া বিশাল জনতার চিত্র উল্লেখ করেন। সেখানে কমলা হ্যারিস বিমান থেকে নামার সময় তার সমর্থকদের উল্লাসে মাততে দেখা যায়।
এ বিষয়ে কমলা হ্যারিসের প্রচার শিবির জানায়, ট্রাম্পের দাবি বানোয়াট। মিশিগানে হ্যারিসকে স্বাগত জানাতে বিমানবন্দরে ১৫ হাজারের বেশি মানুষ ভিড় করেছিল। সে সময়ই ছবিগুলো তোলা হয়, যা সম্পূর্ণ আসল।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি ছবিগুলো যাচাই করে জনসমাগমের সত্যতা পেয়েছে। ওই দিন বাস্তবিকভাবেই হাজারো মানুষ বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। এ ছাড়া গেটি ইমেজের ছবিতেও জনসমাগমের সত্যতা মেলে। গেটি ইমেজের ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবির মিল পেয়েছে সিএনবিসি।
নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, কমলা হ্যারিসের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে ট্রাম্প এ ধরনের অভিযোগ করছেন। মার্কিন নির্বাচনের ইতিহাসে প্রচলিত ষড়যন্ত্র তত্ত্বের আলোকেই ট্রাম্প এমনটি বলছেন।
এর আগে, জো বাইডেন সম্পর্কেও বিভিন্ন অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। তেমনি কমলা হ্যারিস ও তার প্রচার শিবিরও ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রচার করছেন। তারাও ভোটারদের মধ্যে ট্রাম্প বিরোধিতা প্রবল করার চেষ্টারত।