বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে যাত্রার কর্মসূচি পালনের আগেই বাড়ি সংলগ্ন সড়ক এবং এর আশপাশের এলাকা দখলে নিয়েছে ছাত্র-জনতা। কেউ শ্রদ্ধা জানাতে ৩২ নম্বরে ঢুকতে পারেনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার ১৪ আগস্ট রাত থেকেই শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২ নম্বরের সড়ক দখলে নেয়। যা এখন পর্যন্ত তাদের দখলে আছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান: বুধবার সন্ধ্যার পর থেকে ধানমণ্ডি এলাকায় জড়ো হন তারা। রাতভর ছিলেন সড়কেই। সকাল থেকেই শুক্রাবাদ মোড় থেকে ধানমণ্ডি ৩২ এবং মেট্রো শপিংমলের সামনে অবস্থান নিয়েছেন তারা। লেক সাইডেও অবস্থান রয়েছে তাদের।
এর মাঝ থেকে ছোট ছোট মিছিল করছে শিক্ষার্থীরা।
এদিন নিরাপত্তায় ধানমন্ডি ৩২ নম্বরে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। এছাড়া পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিংমল মোড়ে অবস্থানরত থাকতে দেখা যায়।
সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকালে ধানমন্ডি আসার কথা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতেও শোরগোল ছিল-হাজার হাজার আওয়ামী নেতাকর্মীদের ঢল নামবে ধানমন্ডি ৩২ নম্বরে৷ তবে সে চিত্র দেখা যায়নি।
তবে আওয়ামী সমর্থিত কয়েকজন নেতাকর্মী কালো পোশাকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের দিকে আসার চেষ্টা করেন। কালো পোশাক দেখেই- তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন ছাত্র-জনতা। এছাড়া আওয়ামী লীগ সন্দেহ হলেই তাদের মোবাইল ফোন তল্লাশি করছেন অবস্থানরতরা। চলন্ত বাস থেকে ভিডিও করলেও বাস থামিয়ে চড়াও হচ্ছেন তারা।
উল্লেখ্য গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িটিতে হামলা করা হয়, যেটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার।
লুটপাট আর আগুনের কারণে বাড়িটির দেয়াল ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা বেদী ও তার স্মৃতিস্তম্ভও।