ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, হতাহত ১৬



ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১৬ জন হতাহত হয়েছেন। এর মধ্যে একজন নিহত ও ১৫ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়া কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিয়াতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার সর্নাল জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে হবিগঞ্জের মাধবপুর যাচ্ছিল দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস। বাসটি সরাইল উপজেলার রাজামারিয়া কান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের এক পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক মহিলা যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।


ওসি আরো জানান, তবে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।