গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো



ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় নিহত বেড়ে ৪০ হাজার ছাড়িয়েছে।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।


বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯২ হাজার ৪০১ জন ফিলিস্তিনি।


গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর পর ভয়াবহ গাজা যুদ্ধ শুরু হয়। এর ফলে ইসরায়েলে এক হাজার ১৭০ জন নিহত হয়। ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।


হামাসের এ হামলার পর ইসরায়েলি গোয়েন্দাবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আত্মমর্যাদা রক্ষার্থে গাজায় পাল্টা হামলা শুরু করে। এ হামলায় গাজায় ভয়াবহ মানসিক বিপর্যয় দেখা দিয়েছে।


এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় ইসরায়েলিদের ভূমি দখল রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনিদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলিরা অবৈধভাবে ভূমি দখল করে ভবন নির্মাণ করছে। অধিকৃত পশ্চিম তীরে তাদের দখলদারিত্ব ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি।


এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি একের পর এক ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিচ্ছে এবং জেরুজালেম থেকে এসব এলাকা পৃথক করার চেষ্টা করছে।


এ অবস্থায় ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে রুখে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় এবং সমস্যা সমাধানে দুই রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

সূত্র: আল-জাজিরা