‘অনিশ্চিত ভবিষ্যৎ’ নিয়ে ক্ষমতার তিন বছর উদযাপন করলো আফগান সরকার



আফগানিস্তানে ক্ষমতায় থাকার তিন বছর উদযাপন করেছে তালেবান সরকার। সামরিক কুচকাওয়াজের মধ্যে দিয়ে এ উদযাপন অনুষ্ঠান শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি বিমানঘাঁটিতে ওই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ আগস্ট) তালেবান সরকারের ওই কুচকাওয়াজ অনুষ্ঠানে ইরান ও চীনের কূটনীতিকসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। খবর আল জাজিরা


ওই বিমানঘাঁটি থেকে গত দুই দশক ধরে তালেবানকে নিশ্চিহ্ন করতে একের পর এক অপারেশন পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২১ সালের ১৫ আগস্ট মার্কিন বাহিনীকে হটিয়ে ক্ষমতায় আসে তালেবান। মার্কিন বাহিনীকে পরাজিত করার পর দেশটিতে থাকা মার্কিন মদদ পুষ্ট সরকারেরও পতন ঘটে। 


তিন বছর ধরে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় থাকলেও বিশ্বের অনেক দেশ তাদের স্বীকৃতি দেয়নি। এছাড়া তালেবান ক্ষমতায় আসার পর নারীদের ওপর ব্যাপক কড়াকড়ি আরোপ করে। যা জাতিসংঘের নীতি বহির্ভূত। 


কাবুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ২০ বছর বয়সী মদিনা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নারীদের স্বপ্নকে ধূলিসাৎ করে তারা তিন বছর ধরে ক্ষমতায় রয়েছে। 


তিনি বলেন, আমরা এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে তালেবানের বিজয় উদযাপন করছি। কারণ তালেবান উত্থানের মাধ্যমে আমাদের লক্ষ্য এবং ভবিষ্যত মুখ থুবড়ে পড়েছে। 


অনিশ্চিত ভবিষ্যত


৪০ বছরের সংঘাত থেকে মুক্তির পর অনেক আফগান স্বস্তি প্রকাশ করেছেন। তবে অর্থনৈতিক সংকট এবং ক্রমবর্ধমান মানবিক সংকটের ফলে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। 


২৬ বছর বয়সী জালমানি বলেন, তালেবান ক্ষমতায় আসার পর গত তিন বছর ধরে আমরা কঠিন এক জীবন পার করছি। তিনি একটি অলাভজনক প্রতিষ্ঠানে কাজ করেন। নিরাপত্তার জন্য তিনি নামের শেষ অংশ ব্যবহার করেছেন। 


তিনি আরও বলেন, ‘আমি জানি না তালেবান প্রকৃতপক্ষে কী ধরনের নিরাপত্তার কথা বলছে। কারণ অনেক মানুষ খাবার পাচ্ছে না, যুবকদের চারকি নেই এবং ছেলে-মেয়েরা অনিশ্চিত এক ভবিষ্যতের মুখোমুখি হয়েছে।