বিমানের এমডি জাহিদুলকে সরানো হলো

 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের বিভিন্ন স্তরে যে পরিবর্তনের হাওয়া লেগেছে, তার ধারাবাহিকতায় সরানো হলো বিমান বাংলাদেশের এমডি ও সিইও জাহিদুল ইসলাম ভূঞাকে।


বৃহস্পতিবার এ বিষয়ে জারি করা এক আদেশে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে সরিয়ে তাকে জনপ্রশাসনে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।


গত ২৭ মে জাহিদুলকে বিমানের শীর্ষ পদের দায়িত্ব দিয়েছিল শেখ হাসিনার সরকার। গত ৫ অগাস্ট ওই সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারে সংস্কারের প্রতিশ্রুতির মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে; চাপের মুখে সরে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে, পদ ছেড়েছেন গভর্নরসহ আরও অনেকে।