কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান অস্থিরতা স্বাভাবিক হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের আমদানি। ফলে সরবরাহ বৃদ্ধি পেয়ে এই দুটি পণ্যের দামও কমতে শুরু করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, আগামীতে আমদানি আরো বাড়বে। এতে করে দাম আরো কমে আসবে। ব্যবসায়ীরা জানান, চলতি মাসের ৫ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তোপের মুখে পড়ে ইতিহাসের নিকৃষ্ট পরাজয় হয় আওয়ামী লীগ সরকারের। সেই সঙ্গে দেশব্যাপী ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাতে থাকে দুষ্কৃতকারীরা। এতে নিরাপত্তার কথা ভেবে দু’দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
এরপর ৭ আগস্ট থেকে সীমিত পরিসরে শুরু হয় আমদানি-রপ্তানি বাণিজ্য। প্রতিদিন ৩০-৪০ গাড়ি পণ্য হলেও এখন সেই সংখ্যা দাড়িয়েছে ৭০-৮০ গাড়ি। সেই সঙ্গে কাঁচামরিচ ও পেঁয়াজের আমদানির পরিমাণও বৃদ্ধি পায়। এতে করে তিন দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ৫০-৬০ টাকা। আর পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা যায়, তিন দিন আগে যে কাঁচামরিচ ২শ’ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন কেজিতে ৫০-৬০ টাকা কমে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে মান ভেদে ৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিরাজমান অস্থিরতা এবং পুলিশের ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করায় নিরাপত্তাহীনতার অভাবে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য শূণ্যের কোঠায় আসে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমদানি বৃদ্ধি পেয়েছে।