মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবি ‘স্ত্রী টু’। এবার মুক্তির দ্বিতীয় দিন পার হতে না হতেই ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেললো সদ্য মুক্তি প্রাপ্ত ছবিটি।
স্যাকনিল্কের মতে, ‘স্ত্রী টু’ ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতে ৪৬ কোটি রুপি ব্যবসা করেছে! এছাড়াও ছবিটি প্রিভিউতে আয় করেছে ৮.৩৫ কোটি রুপি। ফলে মুক্তির প্রথম দিনে ছবির মোট কালেকশন হয়েছে ৫৪.৩৫ কোটি রুপি৷ আর মুক্তির দ্বিতীয় দিনেই ৩০ কোটি রুপি সংগ্রহ করেছে।
যা নিয়ে দুই দিনে ভারতে এই ছবির মোট আয় ছাড়িয়ে গিয়েছে ৯০ কোটি রুপি। ফলে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে যে এক দিনের বেশি লাগবে না তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে বিশ্বব্যাপী ইতোমধ্যেই ১১৩ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। ফলে ট্রেড অ্যানালিস্টরা ধারণা করছেন ছবিটি যে গতিতে আয় করছে তাতে শনি ও রবিবারের পর সোমবার রাখি বন্ধনের ছুটিতেও এই সিনেমা খুব ভালো আয় করবে। সেই সঙ্গে চলতি বছর মুক্তি প্রাপ্ত প্রথম বলিউডের ছবি হতে পারে যেটি ৫০০ কোটির ঘরে এন্ট্রি নেবে।
২০১৮ সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’। সেই জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় ৬ বছর পর মুক্তি পেল ভৌতিক হাস্যরসযুক্ত এ সিনেমার সিক্যুয়েল ‘স্ত্রী টু’।
অমরের পরিচালনায় ‘স্ত্রী’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী টু’ ছবির টিজারেও শ্রদ্ধাকে একই মেজাজে দেখা গেছে। ভিকির চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। আগের মতোই বিট্টু আর জনার চরিত্র ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রুদ্র হিসেবে আবারও দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠিকে। এছাড়াও ছবিতে রয়েছে বড় এক চমক। তিনি বরুণ ধাওয়ান। সেই সঙ্গে ছবির একটি আইটেম গানে দেখা গেছে তামান্না ভাটিয়াকেও।