বিডিআর বিদ্রোহ নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল: শহীদদের পরিবার



পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের পরিবারবর্গ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডে যে-সকল দেশপ্রেমিক সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, সে ঘটনাকে বলা হয় ‘বিডিআর বিদ্রোহ’। অথচ এটি কোন বিদ্রোহ ছিল না। বরং এটি একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ ছিল। শনিবার (১৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হত্যাকাণ্ডের শিকার ৫৭ অফিসার ও ১৭ সিভিলিয়ানের পরিবারের সদস্যরা। এসময় তারা নাম এবং পরিচয় উল্লেখ না করে গত ১৫ বছরে নিজেদের অভিজ্ঞতা এবং বঞ্চনার কথা তুলে ধরেন। শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ কর্নেল কুদরত ইলাহীর ছেলে সাকুইব রহমানের সঞ্চালনায় বিভিন্ন পরিবারের সদস্যরা বক্তব্য প্রদান করেন।


নাম উল্লেখ না করে বিডিআর হত্যাকাণ্ডে নিহত একজন সেনা অফিসারের মেয়ে বলেন, আমি একজন শহীদ দেশপ্রেমিক সেনা কর্মকর্তার সন্তান। আমার বাবার নাম কিংবা আমার নাম এখানে মুখ্য নয়। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা বিডিআর বিদ্রোহ নয়, এটা সরাসরি হত্যাকাণ্ড ছিল। আপানারা বারংবার বিডিআর বিদ্রোহ শব্দটির উল্লেখ করার কারণে হত্যাকাণ্ডের বিষয়টি হারিয়ে যাচ্ছে। আমি কখনও বলি না আমার বাবা মারা গেছেন, বরং আমি সবসময় বলি আমার বাবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 


পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের পরিবারবর্গ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডে যে-সকল দেশপ্রেমিক সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, সে ঘটনাকে বলা হয় ‘বিডিআর বিদ্রোহ’। অথচ এটি কোন বিদ্রোহ ছিল না। বরং এটি একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ ছিল। শনিবার (১৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হত্যাকাণ্ডের শিকার ৫৭ অফিসার ও ১৭ সিভিলিয়ানের পরিবারের সদস্যরা। এসময় তারা নাম এবং পরিচয় উল্লেখ না করে গত ১৫ বছরে নিজেদের অভিজ্ঞতা এবং বঞ্চনার কথা তুলে ধরেন। শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ কর্নেল কুদরত ইলাহীর ছেলে সাকুইব রহমানের সঞ্চালনায় বিভিন্ন পরিবারের সদস্যরা বক্তব্য প্রদান করেন।


নাম উল্লেখ না করে বিডিআর হত্যাকাণ্ডে নিহত একজন সেনা অফিসারের মেয়ে বলেন, আমি একজন শহীদ দেশপ্রেমিক সেনা কর্মকর্তার সন্তান। আমার বাবার নাম কিংবা আমার নাম এখানে মুখ্য নয়। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা বিডিআর বিদ্রোহ নয়, এটা সরাসরি হত্যাকাণ্ড ছিল। আপানারা বারংবার বিডিআর বিদ্রোহ শব্দটির উল্লেখ করার কারণে হত্যাকাণ্ডের বিষয়টি হারিয়ে যাচ্ছে। আমি কখনও বলি না আমার বাবা মারা গেছেন, বরং আমি সবসময় বলি আমার বাবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।