দলবদল গসিপ : আবারও ফেলিক্সকে দলে টানতে আগ্রহী চেলসি



বার্সেলোনায় ধারের মেয়াদ শেষের পর থেকেই অনিশ্চয়তায় রয়েছে জোয়াও ফেলিক্সের ভবিষ্যৎ। আতলেতিকো মাদ্রিদ যে তাকে ধরে রাখতে আগ্রহী নয়। সুযোগটা নিতে চাচ্ছে চেলসি, সংবাদমাধ্যমের খবর এমমনই। ধারে নয়, স্থায়ীভাবেই পর্তুগিজ উইঙ্গারকে দলে টানার জন্য আলোচনা শুরু করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। 


২০২২-২৩ মৌসুমে ছয় মাসের জন্য চেলসিতে ধারে খেলেন ফেলিক্স। এরপর গত মৌসুমে আরও একবার ঠিকানা বদল হয় তার। এই দফায় খেলেন আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। সেই মেয়াদ শেষ হওয়ার পর মাঝে গুঞ্জন এসেছিল যে, তাকে স্থায়ীভাবে কিনতে আগ্রহী ক্লাবটি। তবে জাভি হার্নান্দেজ চাকরি হারানোর পর বদলে যায় চিত্র।


ফেলিক্সকে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তার ইউরো ২০২৪-এর পরের গ্রীষ্মকালীন বর্ধিত ছুটি দিয়েছে আতলেতিকো। আতলেতিকোর সাথে তার চুক্তি রয়েছে ২০২৯ সাল পর্যন্ত।


দ্য আথলেতিকের খবর অনুযায়ী, ফেলিক্সকে দলে যোগ করার জন্য চেলসির সাথে লড়াইয়ে নেমেছে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব অ্যাস্টন ভিলা। দলটির কোচ উনাই এমেরি ২৪ বছর বয়সী এই ফুটবলারকে বেশ পছন্দ করেন।


চেলসিতে ২০২২-২৩ মৌসুমে যোগ দিয়ে সব মিলিয়ে মাত্র ১৬টি ম্যাচ খেলার সুযোগ পান ফেলিক্স। গোল করেন ৪টি। আর গত মৌসুমে বার্সেলোনার জার্সিতে ৪৪টি ম্যাচে গোল করেন ১০টি।


২০১৯ সালে সেই সময়ের ফুটবলের চতুর্থ সর্বোচ্চ ট্রান্সফার ফি ১২৬ মিলিয়ন ইউরো দিয়ে ফেলিক্সকে বেনফিকা থেকে নিজেদের শিবিরে নিয়ে এসেছিল আতলেতিকো। তবে এখন পর্যন্ত সেরা ছন্দে ধারাবাহিকভাবে দেখা যায়নি।