জবানবন্দি নিতে গিয়ে অন্তঃসত্ত্বা নারীকে পুলিশের ধর্ষণ

ভারতের রাজস্থানের হোটেলে জবানবন্দি রেকর্ডের অজুহাতে অন্তঃসত্ত্বা নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, প্রতিবেশীর সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে ভুক্তভোগী নারীর স্বামী স্থানীয় থানায় শুক্রবার একটি অভিযোগ জানান। ওই অভিযোগের প্রেক্ষিতে শনিবার ওই ব্যক্তির স্ত্রী এবং তিন বছরের সন্তানকে জবানবন্দি রেকর্ড করার নামে কনস্টেবল একটি হোটেলে নিয়ে যান বলে অভিযোগ।

নির্যাতিতার স্বামীর অভিযোগ, সেখানেই ওই কনস্টেবল তার স্ত্রীকে ধর্ষণ করেছেন।

জয়পুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) বিনোদ শর্মা জানান, শনিবার রাতেই নির্যাতিতার স্বামী থানায় ধর্ষণের অভিযোগ জানান। ওই অভিযোগের প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে ।