কক্সবাজার সদর থানাধীন নিউ মার্কেট এবং বাজার ঘাটা প্রধান সড়ক এলাকায় কক্সবাজার উপজেলা প্রশাসন এবং র্যাব-১৫ এর যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মাহে রমজান উপলক্ষে পণ্য ও বিভিন্ন শপিং মলে বাজার দর পর্যবেক্ষণে ভ্রাম্যমান আদালত পরিচালনা প্রসঙ্গে*
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও অভিযান পরিচালনা এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ মার্চ ২০২৫ তারিখ বিকালে জনাব শারিমিন সুলতানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার এর নেতৃত্বে র্যাব-১৫ এর তত্বাবধানে কক্সবাজার সদর থানাধীন নিউ মার্কেট এবং বাজার ঘাটা প্রধান সড়ক এলাকায় বিভিন্ন শপিং মলে বাজার দর পর্যবেক্ষণে ভোক্তা অধিকার আইনের বিধান অনুযায়ী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে কক্সবাজার সদর থানাধীন বাজার ঘাটা এলাকায় আব্বাজান পাঞ্জাবী এন্ড সেরোয়ানী ও মেগামার্ট এর মালিক মো: জাহাঙ্গীর আলম ও জহিরুল ইসলাম’কে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে যথাক্রমে দশ হাজার (১০,০০০) টাকা ও পাচ হাজার (৫০০০) টাকা করে মোট (১৫,০০০) পনের হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন পণ্যের বাজার দর স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীগণকে নির্দেশনা প্রদান করা হয়।