ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মহসিন সিদ্দিকী

 

ঈদগাও উপজেলার ঐতিহ্যবাহী ও একমাত্র নারী শিক্ষা প্রতিষ্টান “ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়” পরিচালনা কমিটির ( এডহক) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মহসিন সিদ্দিকী। 


প্রথমে কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়  কতৃক মনোনীত হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্রগ্রাম তাকে চুড়ান্ত মনোনয়ন প্রদান করেন। 


তিনি অবিভক্ত বৃহত্তর ঈদগাও এলাকার সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী বেদার মিয়ার সুযোগ্য সন্তান। বিদ্যালয়টি এ পরিবারের প্রতিষ্টিত। নব নির্বাচিত সভাপতি ইসলামাবাদ সিকদার পাড়ার কৃতি সন্তান। তিনি একজন দানশীল ব্যক্তিক্ত এবং সাদা মনের মানুষ। কোন প্রকার বিতর্কের উর্ধে থেকে তিনি জনকল্যানে কাজ করে এসেছেন।