নিজস্ব প্রতিবেদক:
আদালতের নিষেধাজ্ঞা না মেনে উখিয়ায় কোটবাজারে স্থাপনা নির্মাণের অপরাধে অহিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। পরে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়ার খবর পাওয়া গেছে। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত বেশকিছু মালামাল জব্দ করা হয়।
ধৃত ব্যক্তি রত্নাপালং টেকপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
শনিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে কোটবাজার দক্ষিণ স্টেশনে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অপর মামলা নং ১৩৫/২০২৩ বিরোধীয় বিএস ২৬২, ২৬৩ দাগসহ অপরাপর দাগ সমূহে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন কক্সবাজার জেলা যুগ্ম জজ ২য় আদালত। কিন্তু আদালতে নিষেধাজ্ঞা অবমাননা করে স্থাপনা নির্মাণ কাজ করতে থাকে শফিকুল ইসলাম।
পরে ধৃত ব্যক্তির কাছ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সুমন দে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন জানিয়েছেন, এর আগে আরো কয়েকবার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। যেহেতু এটি আদালতের নিষেধাজ্ঞাধীন বিষয়, তাই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থাপনা করার সুযোগ নেই ।