রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে একাধিক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
র্যাব জানিয়েছে, ওই স্পা সেন্টারটি গুলশান-১ এলাকার আর এম সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে স্পা সেন্টারের আড়ালে চলমান অবৈধ কার্যকলাপের সত্যতা পাওয়া যায়।
আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।