টেকনাফে নৌকাডুবি... ২৫ রোহিঙ্গা উদ্ধার, বিজিবি সদস্যসহ অনেকে নিখোঁজ

 

টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে অন্তত একজন বিজিবি সদস্যসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। শনিবার ভোরে এই দুর্ঘটনার পর বিজিবি ও স্থানীয় জেলেদের যৌথ উদ্ধার অভিযানে ২৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।


শাহপরীর দ্বীপের পশ্চিম পাড় সংলগ্ন বঙ্গোপসাগরে নৌকাটির তলা ফেটে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।


টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, অবৈধভাবে সমুদ্রপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া একজন বিজিবি সদস্য নিখোঁজ হন। নৌকাটি উদ্ধার করা গেলেও নিখোঁজদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। বিকেল ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।


উদ্ধারকৃত রোহিঙ্গারা জানিয়েছেন, নৌকায় ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন।