নিষিদ্ধ পল্লির নেত্রী ও আ. লীগ নেতা গ্রে*প্তার

 

দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লির আলোচিত বাড়িওয়ালী ও যৌনকর্মীদের নেত্রী ঝুমুর বেগম (৪২) ও তার স্বামী আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফকিরকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 


রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া রেলস্টেশনসংলগ্ন তাদের মালিকানাধীন নিরালা বোর্ডিং থেকে ঝুমুর বেগমকে আটক করে থানা পুলিশ। এ সময় তার কক্ষ থেকে দুই বোতল বিয়ার এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দিনগত রাত পৌনে ২টার দিকে ওই একই বোর্ডিং থেকে জলিল ফকিরকে আটক করে থানা পুলিশ।


গত ৫ আগস্টের পর হতে তারা দুজনেই আত্মগোপনে ছিলেন। 


উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি হাবিবুর রহমান। তার দাপটে ঝুমুর যৌনপল্লিতে ব্যাপক আধিপত্য সৃষ্টি করে একচ্ছত্রভাবে মাদকদ্রব্য ও নারী ব্যবসা নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ রয়েছে। 

এভাবে তারা অঢেল অর্থ-বিত্তের মালিক হন। সাভারে গড়ে তোলেন বহুতল আলিশান বাড়ি।


গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ঝুমুর বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতে বিচারাধীন একটি মানবপাচার মামলা রয়েছে। 


জলিল ফকিরকে গোয়ালন্দ ঘাট থানায় গত ১০ ডিসেম্বর দায়ের হওয়া ছাত্র-জনতার ওপর হামলা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনকেই রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।