কক্সবাজারের উখিয়ায় অরিজিন হাসপাতালে বুক ব্যথা নিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ব্যথার ইনজেকশন দেওয়ার ১০ মিনিটে মৃত শিশু প্রসব হয় বলে অভিযোগ উঠেছে৷ গর্ভবতী নারী উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের মনি মার্কেট এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী রহিমা আক্তার।
শুক্রবার উপজেলার কোটবাজার অরিজিন হাসপাতালে এমন ঘটনা ঘটে৷
অভিযোগকারী ভুক্তভোগীর স্বামী মোহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে বুকে ব্যথা নিয়ে স্থানীয় অরিজিন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আরিফুর জামান দেখে কোনো কথা ছাড়া ব্যথার ইনজেকশন পুশ করার পর আল্ট্রাসনোগ্রাম দিতে বলেন৷ ইনজেকশনের ১০ মিনিট পরে আমার স্ত্রী দাঁড়িয়ে থাকা অবস্থায় গর্ভে থাকা ৭ মাসের শিশু মৃত প্রসব হয়ে যায়। প্রসব হওয়ার সাথে সাথে ওই ডাক্তার হাসপাতাল থেকে পালিয়ে যায়৷ পরে আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট গাইনি চিকিৎসক রুমিকে দেখানো হলে তিনি সবকিছু ঠিক আছে বলেন৷ শুধু ব্যথার ইনজেকশনের কারণে এমন ঘটনা ঘটেছে বলেন৷
অরিজিন হাসপাতালের পরিচালক শাহ নেওয়াজ জানান, পারিবারিক কারণে আমি সারাদিন হাসপাতালে ছিলাম না। নার্স ও চিকিৎসকদের কাছ থেকে শুনেছি দুপুরে বুক ব্যথা নিয়ে এক গর্ভবতী হাসপাতালে আসেন৷ ডাক্তার দেখে তাকে রেফার করার পরেও সে হাসপাতালে ঘুরে ঘুরে থেকে যায়৷ পরে রোগীর কথার ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়৷ চিকিৎসা চলাকালীন ৭ মাসের শিশু মৃত প্রসব হয়ে যায়৷ পরে গাইনি ডাক্তার আসলে উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়৷
উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ হাসপাতাল গিয়েছে৷ তবে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি৷ অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
সোর্স: আমারদেশ ও উখিয়া নিউজ