ক্রীড়া প্রতিবেদক ::
ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হয়েছে। বুধবার বেলা ২টায় খাগড়াছড়ি বনাম চট্টগ্রাম জেলা দলের মধ্যকার প্রথম ম্যাচে শক্তিশালী চট্টগ্রাম জেলা দল ৪-০ গোলে জিতেছে। ১১ দিনব্যাপী এই ফুটবল লীগের বেলা ৪টায় দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কক্সবাজার জেলা দল ২-০ গোলে বান্দরবান জেলা দলকে হারিয়ে শুভ সূচনা করে। কক্সবাজারের জয়ের নায়ক শহিদুল ও পারভেজ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে কক্সবাজার গোলের দেখা পায়। ফুটবল লীগে চট্টগ্রাম জোন ২ এর ৫ টি জেলা দল অংশ নিচ্ছে। দলগুলো হলো-খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও স্বাগতিক কক্সবাজার জেলা দল।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ইয়ুথ ফেস্টিভ্যাল ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের ব্যবস্থাপনায় সারাদেশে পৃথক জোন ভিত্তিতে ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে এই ফুটবল লীগ চলছে।
এদিকে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মোঃ মনজুরুল করিম, বাফুফে সদস্য বিজন বড়ুয়া, জেলা ক্রীড়া অফিসার আলা উদ্দিন, স্পন্সরকারী প্রতিষ্ঠান ইউসিবি'র প্রতিনিধি মোকতার আহমদ চৌধুরী, ক্রীড়া সংগঠক ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেল, আবছার উদ্দিন, হারুনর রশিদ, এম আর মাহবুব, সরওয়ার রোমন প্রমূখ।