ঈদগাঁওতে ব্রিজের নিচে মিলল লুট হওয়া অস্ত্র

 

কক্সবাজারের ঈদগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) ভোররাতে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গজালিয়া ব্রিজের নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।



ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান জানান, ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাঈমুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।



উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রীর মধ্যে রয়েছে—একটি দোনলা বন্দুক, একটি হেলার, একটি গ্যাস মাস্ক, দুটি গামবুট, একটি রেলিং পাইপ, একটি লেগ গার্ড এবং অস্ত্রের দুটি সিনিং।


স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট ‘জুলাই বিপ্লব’-এর শেষ দিনে ঈদগাঁও থানার সামনে পুলিশের গুলিতে অনেক বিক্ষোভকারী আহত হন। পরে বিক্ষুব্ধ জনতা থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় নুরুল মোস্তফা নামে এক বিক্ষোভকারী নিহত হন। এ ঘটনার পর পুলিশ অজ্ঞাতনামা চার হাজার জনকে আসামি করে মামলা দায়ের করে।


তবে ৯ নম্বর ওয়ার্ডে ফেলে রাখা অস্ত্রের তথ্য ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কীভাবে জানলেন, তা নিয়ে এলাকাজুড়ে তৈরি হয়েছে রহস্য।


ওসি মছিউর রহমান বলেন, মামলার আলামত হিসেবে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এগুলো কে বা কারা ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে।