আহসান সুমন, কক্সবাজার ::
কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ওয়ার্ড জামায়াত আমির আব্দুল্লাহ আল মামুনসহ তিনজন নিহত হয়েছে।
একই ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হন। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
রোববার সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় স্থানীয় কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯ নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম নিহত হন। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন। নিহতদের মরদেহ রাখা হয়েছে বর্তমানে উখিয়া কমপ্লেক্সে।
অন্যদিকে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।