উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশির পা বিচ্ছিন্ন

 

মিয়ানমার সীমান্তের ওপারে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে, তারপর কক্সবাজার সদর হাসপাতঅ এবং সবশেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


রোববার (৬ এপ্রিল) দুপুর একটার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সীমান্তের ওপারে (মিয়ানমার অভ্যন্তরে তোতার দ্বীপে) এই দুর্ঘটনা ঘটে।


আহত ব্যক্তির নাম মো. ফিরোজ (৩০)। তিনি টেকনাফের হোয়াইক্যং আমতলী এলাকার বাসিন্দা মো. আলী আহমদের ছেলে। 


উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, দুপুরে মিয়ানমারের ভেতরে তোতার দ্বীপে ফিরোজ মাছ ধরতে যান। সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। আশপাশের মানুষ তাকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশের ভেতরে নিয়ে আসে। পারে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠায়।