কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলামাবাদ (বটগাছ তলা) এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. আনোয়ার কামাল (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার টেকনাফ সদরের নতুন পল্লানপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকবুল আহমদ ওরফে মকবুল মিস্ত্রির ছেলে।
ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, “শনিবার রাতে আনোয়ার ইসলামাবাদের বটগাছ তলা এলাকায় একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পৌরসভার পুরাতন পল্লানপাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম সর্দারের ছেলে আব্দুর রাজ্জাক পেছন থেকে এসে দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে আনোয়ারের মাথায় মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কক্সবাজার সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
আনোয়ারের বড় ভাই ইউনুস বলেন, “আমার ভাই দোকানে আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে আব্দুর রাজ্জাক এসে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। মাথা ও ঘাড়ে গভীর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।”
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈমা সিফাত বলেন, “আহত যুবককে মাথায় গুরুতর কোপ দেওয়া অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তার ঘাড়ের অংশ গভীরভাবে কেটে গেছে এবং অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।”
ওসি গিয়াস উদ্দিন বলেন, “আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”