চট্টগ্রামের চন্দনাইশে দুঃসম্পর্কের ভাগ্নি ও কলেজ ছাত্রী আরজু আকতার (২০) কে ধর্ষণের পর হত্যার পর পলাতক দুঃসম্পর্কের মামা নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কক্সবাজার জেলার রামু উপজেলার কাদমার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষক ও হত্যাকারী নাজিম উদ্দীন ভিকটিম কলেজ ছাত্র আরজু আক্তারের মায়ের খালাতো ভাই। সে সাতকানিয়া মুন্সীবাড়ি এলাকার সৈয়দ আহমদের ছেলে।
নানাবাড়িতে বেড়াতে যাওয়া পটিয়া সরকারি কলেজের ছাত্রী আরজু আকতার বুধবার (৯ এপ্রিল) ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে ওৎ পেতে থাকা লম্পট নাজিম উদ্দীন তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ এবং ধর্ষণের পর গলা চেপে হত্যা করে। সেসময় ওই কলেজ ছাত্রীর নানা-নানী দেখে ফেললে তাদেরও হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নাজিম উদ্দীন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল ও চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামান ।